ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ১২ ১৪৩১
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

অপরাধী বিএনপি করলেও ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:১৭, ৪ নভেম্বর ২০২৪

অপরাধী বিএনপি করলেও ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

ছবি-সংগৃহীত

অপরাধী কোনো দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবার বাড়ি কথিত এক বিএনপি নেতা ভেঙে দিয়েছেন এমন অভিযোগ পেয়ে আকস্মিকভাবে সরেজমিনে দেখা করে ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ান এবং এসব কথা বলেন।

সোমবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী সেখানে যান।

এসময় বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজভী। রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না। ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান তুষার, এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত