ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ১৩ ১৪৩১
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকেও অব্যাহতি

মাদারীপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:২৪, ৯ জুলাই ২০২৪

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকেও অব্যাহতি

ছবি সংগৃহীত

বিসিএসের প্রশ্নফাঁস কান্ডে গ্রেপ্তার সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। 

এর আগে সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ছেলে। 

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্র নয় বছর ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত