ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

ঈশান গোপালপুরে চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০০, ৩ সেপ্টেম্বর ২০২৪

ঈশান গোপালপুরে চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন

ছবি-সংগৃহীত

নানা ধরনের অন্যায় অপকর্মের প্রতিবাদে ফরিদপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর বিরুদ্ধে ‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঈশান গোপালপুর বাজারে ভুক্তভোগী কয়েকশত মানুষ এ মানববন্ধনে অংশ নেয় ‌। 

তারা ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে নানা ধরনের অন্যায় অপকর্মের ইতিহাস তুলে ধরে তদন্ত সাপেক্ষে ন্যয় বিচার দাবী করেন।

তারা দাবী করেন, শহিদুল ইসলাম একই সাথে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি থাকায় ক্ষমতার অপব্যবহার প্রতিপক্ষের লোকজনের উপর    হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অনেককে মিথ্যা ধর্ষন ও হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেছে। 
তার অত্যাচারের ভয়ে অনেকে গ্রামছাড়া দাবী করে মানববন্ধন কারীরা সড়কের পাশের অর্ধশত বড় বড় গাছ জোর খাটিয়ে কেটে নেয়ার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে।

তারা আরো জানান, চেয়ারম্যানের মত অনুযায়ী না চললে ইউনিয়নের কোনো নাগরিক তাদের নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হতো। তাই বর্তমানে আত্মগোপনে থাকা চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবী জানান তারা ।

এ সময় ‌ স্থানীয় বাসিন্দা  ওয়ালিউল্লাহ পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য সেকেন বিশ্বাস, স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজ কবিরাজ, স্থানীয় বাসিন্দা সিদ্দিক মোল্লা, আব্দুল্লাহ শেখ ও বিলা শেখ বক্তব্য রাখেন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত