ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

‘এলিট লাইফ স্টাইল’র দুর্গা পূজার আয়োজন

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

‘এলিট লাইফ স্টাইল’র দুর্গা পূজার আয়োজন

ফাইল ছবি

বছর ঘুরে আবার আসছে সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এটি দেশের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সনাতন ধর্মীয় উৎসব হলেও এ উৎসবকে উপলক্ষ্য করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবার মধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়। 

দুর্গা পূজাকে সামনে রেখে ‘এলিট লাইফ স্টাইল’নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। শারদীয় দুর্গোৎসবকে আনন্দ মুখর করে তুলতে ‘এলিট লাইফ স্টাইল’র সব পণ্যে চলছে ৫০ শতাংশ ছাড়। সংশ্লষ্টিরা জানান, এই ছাড় চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।  

ফ্যাশন হাউস এলিট লাইফ স্টাইলের কালেকশনে রয়েছে নতুন ডিজাইন ও নতুন স্ট্যাইলের ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম, পাঞ্জাবি, পাজামা, লেডিস কুর্তা, থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ি। 

এ ছাড়াও রয়েছে দেশ বিদেশের খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক। যে সব পোশাকে রয়েছে উৎসবের ছোঁয়া। 

বিস্তারিত জানতে : ১২৬ এলিফ্যান্ট রোড, ঢাকা। হট লাইন : ০১৮৪৭ ৪৫ ৪৪ ৫৫।
Facebook : http://www.facebook.com/elitelifestyle2020

বঙ্গবাণীডটকম/এমএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত