ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

খেলা প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩২, ৩ মে ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিম্বাবুয়ের বাংলাদেশ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দলেই আছে অভিষিক্ত ক্রিকেটার। বাংলাদেশ শিবিরে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। অন্যদিকে জিম্বাবুয়ে অভিষেক করাচ্ছে জয়লর্ড গাম্বির। 

বাংলাদেশের একাদশে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে খেলবেন তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন। সাইফউদ্দিন বাদে বাকি দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। সেই সঙ্গে দুই স্পিনার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন তো থাকছেনই।

জিম্বাবুয়েও বেশ শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে। শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্রেইগ আরভিনরা দলের হাল ধরতে প্রস্তুত থাকেন সবসময়ই। সেই সঙ্গে অধিনায়ক সিকান্দার রাজা তো থাকছেনই। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। 

একনজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লিভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। 

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত