ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫ | পৌষ ১৯ ১৪৩১
ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

দিল্লি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

খেলা প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩২, ৮ অক্টোবর ২০২৪

দিল্লি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

টি-২০ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজটি সামনে রেখে গতকাল রাত থেকে তার অবসরের গুঞ্জন চলছিল। অবশেষে মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।  

১৭ বছর আগে, কেনিয়ার নাইরোবিতে টি-২০তে অভিষেক ঘটে রিয়াদের। তিনি বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৩৯ আন্তর্জাতিক টি-২০। সবকিছু ঠিক থাকলে ১৪১ ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ করবেন। তার নামের পাশে রয়েছে প্রায় আড়াই হাজার রান এবং পার্টটাইম বোলার হিসেবে ৭ এর সামান্য বেশি ইকোনমিতে নিয়েছেন ৪০ উইকেট।

রিয়াদ ৪৩টি টি-২০তে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন, যেখানে ১৬টি জয় ও ২৬টি হার রয়েছে।

খেলা বিভাগের সর্বাধিক পঠিত