ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৫ | পৌষ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার

বরিশাল প্রতিনিধি   বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫২, ১৮ নভেম্বর ২০২০

পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার

কাজী মুরাদ হোসেন-আছমা খানম লাকী- ফাইল ফটো

বরিশালের মুলাদীতে কাজী মুরাদ হোসেন নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেলেন এক মহিলা মেম্বার। তার নাম আছমা খানম লাকী। তিনি দুই সন্তানের জননী। লাকী ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান বলে তার শ্বশুর অভিযোগ করেছেন।

লাকী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং চরকালেখান ইউনিয়নের আবুল হাসেম কাজীর ছেলে কুয়েত প্রবাসী মোতালেব কাজীর স্ত্রী। 

কাজী মুরাদ উপজেলা সদরের আতাহার আলী কাজীর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাকীর শ্বশুর।

আবুল হাসেম জানান, ১৭ বছর আগে মোতালেবের সঙ্গে লাকীর বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। ২০১৬ সালের ইউপি নির্বাচনের সময় লাকী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হন। তখন থেকে মুরাদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি গ্রামবাসীও জানে। তারপরও সংসারে দুটি সন্তান থাকায় লাকীকে ভালো হওয়ার জন্য বলা হয়। কিন্তু তাদের অনৈতিক সম্পর্ক চলতে থাকে।

আবুল হাসেম বলেন, বিষয়টি আমার ছেলেও অবহিত। ছেলেমেয়ের মুখের দিকে চেয়ে কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এ ঘটনা ছেলেকে জানানো হয়েছে। সে দ্রুতই দেশে আসবে। দেশে এসে লাকীকে তালাক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরো বলেন, ১৬ নভেম্বর লাকী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় আমার ছেলের পাঠানো ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ব্যাপারে মুলাদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত