ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ | মাঘ ৫ ১৪৩১
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

প্রকাশ হলো এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস  

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:২৮, ২৫ জানুয়ারি ২০২১

প্রকাশ হলো এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস  

ফাইল ছবি

প্রকাশ হলো ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। ওই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ করা হয়েছে।

বঙ্গবাণী/এমএস

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত