ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ১৩ ১৪৩১
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২০

ফরিদপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান

ফরিদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের হল রুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাাসক অতুল সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ হজরত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল বাসার মিয়া সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গণ।

খরিপ–২/২০২০–২১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষাণ-কৃষাণীর মাঝে পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে তিন শত ৫০ জন কৃষাণ-কৃষাণীর মধ্যে ১৩ ধরনের শবজী বীজ বন্টন করা হয়। এছাড়া সদরের ৪ টি ইউনিয়নের ৫ শত জন কৃষাণ-কৃষাণীর মধ্যে জন প্রতি ৫ কেজি মাসকলাই বীজ, এমওপি সার–৫ কেজী ও ডিএপি সার–৫ কেজি করে বিতরণ করা হয়।

বঙ্গবাণী/এমএস

কৃষি বিভাগের সর্বাধিক পঠিত