ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ড্রাম ট্রাক চালকের মৃত্যু
প্রকাশিত: ১৪:৪৯, ১৭ আগস্ট ২০২৪
রেজাউল পাল
ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেজাউল পাল (২৭) নামে এক ড্রাম চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত তিনটার দিকে সদর উপজেলার কানাইপুরে একটি নির্মাণাধীন ফিলিং স্টেশন এর মাটি ভরাট করতে গিয়ে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মৃত্যুবরনণ করেন বলে জানিয়েছেন ফরিদপুর ফায়ার সার্ভিস সদস্য (ডুবুরী) মোঃ শাহীন আলি।
তিনি জানান, খবর পেয়ে রাত তিনটার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাম ট্রাকটি আগুনে পুড়ছে। উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে ট্রাকের স্পর্শে এ আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। আমরা আগুন নিভিয়ে চালক রেজাউল এর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে কানাইপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর আঃ সাত্তার মিয়ার জিম্মায় দিয়ে আসি। সময় ট্রাকে থাকা আরেকজন গুরতর আহত হওয়ার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসার জন্য নেওয়া হয়েছে।
রেজাউলের লাশ বাড়িতে আসার পর থেকে এলাকায় মাতম চলছে। ম ও ভাইবোনের কান্না যেনো থামছেন না। পরিবারের একমাত্র উপর্যনক্ষম সন্তানকে হাড়িয়ে বাকরুদ্ধ হয় পরেছেন বাবা।
রেজাউল এর প্রতিবেশিরা জানান, সকাল ৬টার পর একটি এ্যাম্বুলেন্সে এসে রেজাউলের লাশ দিয়ে গেছে। তখন লাশের সঙ্গে ড্রাম ট্রাকটির মালিক ছিলেন। তারা দাফনের সময় আবার আসবেন বলে জানিয়ে গেছেন।
তারা আরো জানান, রেজাউল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের ওমেদ আলী বিশ্বাস পাড়ার মোঃ শুকুর পালের বড় ছেলে। সে বেশ কয়েকবছর ‘হা মীম’ গ্রুপে কাভার্ড ভ্যান চালক হিসেবে কাজ করছেন। প্রায় মাস ছয়েক আগে বেশি বেতনের আশায় অন্য কোথাও যোগদান করবে বলে সেখান থেকে চাকরি ছেড়ে দেয় রেজাউল। তবে অন্য কোথাও বেশি বেতনের চাকরি না হওয়ায় মাঝে মধ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা ও ড্রাম ট্রাক চালাতেন। শুক্রবার বিকেলে বাড়ি থকে শহরের টেপাখোলা এরাকার রিয়াজুল ফকিরের ড্রাম ট্রাক চালানোর কাজে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য আসেনি। আসলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
বেলা ২টা ত্রিশ মিনিটে প্রতিবেশি এলাকা দূর্গাপুর হাজী ইসমাইল মুন্সীর পাড়া ইসমাইলিয়া কবরস্থানে দাফন রেজাউল এর দাফন সম্পন্ন হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি