মিম বলছেন ক্ষমা চেয়েছ, পরী বললেন এটা কি স্বপ্নে হয়েছে?
প্রকাশিত: ১৯:০২, ৯ জুন ২০২৪
পরীমনি ও মিম
নায়ক শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত পরাণ ও দামাল চলচ্চিত্র দুটি মুক্তির পর মিমের সঙ্গে শরীফুল রাজকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজের তৎকালীন স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এরপর দুই নায়িকার মধ্যে শীতল দন্দ চলতে থাকে। শুক্রবার রাতে সেই দন্দ অবসান হয়েছে বলে জানিয়েছেন মিম।
মিম জানান, জড়িয়ে ধরে পরীমনি তাঁকে বলেছেন, ‘আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’
তিনি জানান, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি।
মিম বলেছিলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রাইখো না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাস না?’ এ ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন।’
মিম জানান, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি। মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’
পরীমনি বলেন, ‘আমি সরি, ওসব কথা মনে রাইখো না—এমন কথা কখন হলো, আমার খুব জানার ইচ্ছা। কে শুনেছে? কারও কাছে এটার কোনো ভিডিও আছে? কেউ কি বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে। এ তো দেখি আবার স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনা।’
পরীমনি বলেন, ‘এটা ঠিক, আমার সঙ্গে মিমের জড়াজড়ি করার মতো ঘটনা ঘটেছে। একাধিকবার ঘটেছে। অনেকবার আমি ওকে জড়িয়ে ধরেছি। সে–ও একই কাজ করেছে। একজন শিল্পী, আমাদের দেখা হয়েছে, কথা বলব না! এই সৌজন্যতা তো সবার সামনে আমরা দেখাতেই পারি, নাকি!’
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’