ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাচাঁলেন যুবলীগ নেতা টুটুল বিশ্বাস

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:১৯, ১৫ জুলাই ২০২১

মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাচাঁলেন যুবলীগ নেতা টুটুল বিশ্বাস

মোঃ মিজানুর রহমান টুটুল বিশ্বাস। ছবি- তার ফেসবুক থেকে নেওয়া

একজন মুমুর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাচিঁয়েছেন ফরিদপুর কোতয়ালী থানা যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান টুটুল বিশ্বাস। তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সেচ্ছাসেবী সংগঠন মানবতার তরীর ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারেন, ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে ভর্তি একজন মুমুর্ষ রোগির জন্য এ পরিজটিভ রক্তের প্রযোজন।

লেখাটি দেখে তিনি দ্রুত যোগাযোগ করে ঐ রোগিকে রক্ত দানের ব্যাপারে এগিয়ে আসেন এবং হার্ড ফাউন্ডেশনে ভর্তি সেই রোগিকে (অচেনা মসজিদের ইমামকে) রক্ত দান করেন। এর আগেও তিনি রক্তদান করেছেন । আগামীতেও তিনি রক্ত দান করবেন বলে জানান। এছাড়া মাঝে মধ্যেই অসহায় মানুষের পাশে দাড়াতে দেখা যায় তাকে।

মোঃ মিজানুর রহমান টুটুল বিশ্বাস সেচ্ছাসেবী সংগঠন মানবতার তরীর আহবায়ক, বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর জেলা ইউনিট এর যুগ্ম যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র লীগ নেতা। 

বঙ্গবাণীডটকম/এমএস