ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

মেলায় সৈকত ইসলাম’র এসো গল্প শিখি ১,২,৩

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৩

মেলায় সৈকত ইসলাম’র এসো গল্প শিখি ১,২,৩

ফাইল ছবি

বরাবরই শিশুদের মানসম্মত বইয়ের আকাল ছিল। এখনো সেই আগের মতোই আছে। বাজারে শিশু সাহিত্য বলতে যা বুঝায় তা বেশির ভাগ ক্ষেত্রেই শিশুদের মেধা-মনন উপযোগী না। আর তা যদি হয় একই সাথে মজার, নীতি-নৈতিকতা-শিক্ষণীয় আর ধর্মীয় শিক্ষার মিশেল তাহলে তা আরো দূরহ ব্যাপার।

এমন ভাবনা হতেই প্রায় ২ যুগ আগে ২০০১ সালে শিশুশেণির পাঠ্য উপযোগী করে আজিজিয়া বুক ডিপোর সহযোগী প্রতিষ্ঠান Noor Publication হতে সৈকত ইসলাম’র সংকলন ও সম্পাদনায় হতে প্রকাশিত হয় এসো গল্প শিখি ১,২,৩। 

বইটি গতানুগতিকতার বাইরে গিয়ে একই মলাটের ভেতর যেমন শিশুমনের বিনোদনের খোড়াক যোগানোর গল্প আছে, তেমনি আছে ঈশপের শিক্ষণীয় গল্প, ইসলামি চেতনার নবি-রাসুল-পীর-আওলিয়াদের জীবনী ও কর্মের গল্প।

এসো গল্প শিখি বইটি কিন্ডার গার্টেন স্কুলের বাংলার সহপাঠ্য বই হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। যা এখনো চলমান। বইটি এবারের বগুড়ার একুশের বই মেলায় এবং মাঝিড়া বি ব্লকের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ‘ইশা প্রকাশন‘ স্টল নং : ০৪ এ পাওয়া যাচ্ছে।

বঙ্গবাণীডটকম/এমএস