ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৫ | পৌষ ২০ ১৪৩১
ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

স্থগিত হলো যে ছয় বোর্ডে সোমবারের এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫৫, ১৩ মে ২০২৩

স্থগিত হলো যে ছয় বোর্ডে সোমবারের এসএসসি পরীক্ষা

ছবি-সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে ছয় বোর্ডে সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৪ ও ১৫ তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়টি শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ডগুলো হচ্ছে, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৪ মে ও ১৫ মে ২০২৩ তারিখ রোববার ও সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। অন্যান্যা বোর্ড সমূহের ঐ তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়ার পরীক্ষার পরবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১২ মে) রোববার (১৪ মে) এর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। শনিবার একসঙ্গে দুইদিনের পরীক্ষা স্থগিতের বিষয়টি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

উল্লেখ্য, রোববার (১৪ মে) কুমিল্লা, চট্টগ্রাম, যশোর ও বরিশাল বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র (১৩৬) এবং কারিগরি শিক্ষা বোর্ডে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫) এর পরীক্ষা হওয়ার কথা ছিল। 

সোমবার (১৫ মে) কুমিল্লা, চট্টগ্রাম, যশোর ও বরিশাল বোর্ডে গার্হস্থ্য বিজ্ঞান (তত্বীয়) (১৫১), কৃষি শিক্ষা (তত্বীয়) (১৩৪), সঙ্গীত (তত্বীয়) (১৪৯), আরবি (১২১), সংস্কৃত (১২৩), পালি (১২৪), শরীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্বীয়) (১৩৩), চারু ও কারুকলা (তত্বীয়) (১৪৮) এর পরীক্ষা হওয়ার কথা ছিল।

বঙ্গবাণীডটকম/এমএস 

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত