অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে কৃষি জমি
প্রকাশিত: ১৯:২৯, ৩১ অক্টোবর ২০২০
ফরিদপুরের মানচিত্র
ফরিদপুরের সালথায় অনুমতি ছাড়াই একাধিক জায়গা থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। উপজেলার ৮টি ইউনিয়নে সরকারি খালসহ কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে আশপাশের কৃষি জমিগুলো ভেঙ্গে পড়ছে। এতে করে কৃষি জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের তেমন কোন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শনিবার সকালে সরেজমিনে, উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া মাঠে ভিতর খালের ওপর দুটি ও বিভাদী মাঠের ভিতর খালের ওপর একটি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে বালু উত্তোলন করতে দেখা গেছে। গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকার শাহ মগদুমের মাজারের সামনে খালের ওপর একটি ও তার পাশেই দীঘের বিলের ওপর আরেকটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া মাঠের ভিতর একটি, সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া খালের ওপর একটি ও মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া মাঠের ভিতর একটি ড্রেজার মেশিন দিয়ে গভীর করে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে প্রায় অর্ধশত অবৈধ ড্রেজার মেশিন চলছে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এতে করে কৃষি জমি হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার এভাবে বালু উত্তোলনে বাধা দিলেও কোন কাজ হয় না। বরং তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, উপজেলায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তথ্য পাওয়া মাত্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বালু উত্তোলন করে কৃষি জমি নষ্ট হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি