অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
প্রকাশিত: ১৪:১৯, ৯ সেপ্টেম্বর ২০২১

ছবি-সংগৃহীত
জঙ্গি সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়িতে চালানো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান শেষ হয়েছে। অভিযানে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। এছাড়া বেশকিছু অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অভিযান শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর থেকে গ্রেফতার ৪ জঙ্গি বসিলার জঙ্গি আস্তানার সন্ধান দেয়। সিলার বাসায় জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন বলে তারা তথ্য দেয়। এসব তথ্যের ভিত্তিতে বসিলার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাত থেকে বসিলা জঙ্গি আস্তানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্তমান সময়ে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। তার নাম এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।
তিনি বলেন, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে। আস্তানা থেকে আটক জঙ্গিকে র্যাব সদর দফতরে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, বসিলার বাসার দারোয়ান ও আটক জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জঙ্গি চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতালায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। বাসা ভাড়া নেয়ার সময় প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলে। ভাড়া নেয়ার সময় ৫ হাজার টাকা অগ্রিম দেয়। এক সপ্তাহের মধ্যে পরিবারের লোকজন এলে জাতীয় পরিচয়পত্র দেবে এমন শর্তে বাসাটি ভাড়া নেয় আটক জঙ্গি ও আরেকজন। বাসাটিতে আরো দুজনের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসা থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- ধর্ষন চেষ্টায় ব্যার্থ হয়ে হত্যার হুমকি, শঙ্কিত পরিবার
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক