ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১১ ১৪৩১
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী

দিনাজপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১০:০০, ১৬ নভেম্বর ২০২২

অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী

আলু বোঝাই ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ছবি-সংগৃহীত

আলু বোঝাই ভটভটির সঙ্গে একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধামইড় ইউনিয়ের গোবিন্দপুরের মেহেরবাগ অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ভটভটির চালক নিখোজ রয়েছেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপারেন্টেডেন্ট মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

সংঘর্ষের ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রেনটির সামনের লাইট ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে ট্রেনটি সেখানে ২০ মিনিট আটকে ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইঞ্জিনচালিত একটি ভটভটি ৭০ থেকে ৮০ বস্তা আলু নিয়ে রেলক্রসিংয়ের লাইনের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ওপরে উঠে থাকা ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটির সামনের লাইটের ক্ষতিসাধন হয়। পরে মঙ্গলপুর স্টেশনে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রেনের লাইটটি মেরামত করা হয়। 

আমিনুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে রেলক্রসিংয়ের সামনে গিয়ে দেখি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আলু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, কোনো লাইনম্যান ছাড়াই এই রেলক্রসিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। এদিন অল্পের জন্য ট্রেনের অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত