ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

অস্কারজয়ী অভিনেতা অ্যালান আর্কিন মারা গেছেন

বিনোদন ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৫৯, ১ জুলাই ২০২৩

অস্কারজয়ী অভিনেতা অ্যালান আর্কিন মারা গেছেন

অ্যালান আর্কিন

বর্ষীয়ান মার্কিন অভিনেতা অ্যালান আর্কিন মারা গেছেন। গত বৃহস্পতিবার (২৯ জুন) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। শুক্রবার (৩০ জুন) তার তিন পুত্র অ্যাডাম, ম্যাথিউ ও অ্যান্থনি পারিবারিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। সূত্র- বিবিসি।

অ্যালান হলিউডের কালজয়ী অভিনেতাদের একজন। যিনি অস্কার, গোল্ডেন গ্লোব, ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার জিতেছেন। তার পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে আমাদের বাবা প্রকৃতির শক্তিতে অত্যন্ত মেধাবী ছিলেন। একজন যত্নশীল স্বামী, বাবা, দাদা হিসেবে তাকে সবসময় মনে পড়বে।’

অ্যালানের মৃত্যুর খবর শুনে স্মৃতিকাতর হলেন মার্কিন অভিনেতা মাইকেল ম্যাককিন। তিনি বললেন, ‘আমি যখন তরুণ ছিলাম, আমাকে জিজ্ঞেস করা হতো, কী ধরনের অভিনেতা হতে চাই, সিরিয়াস নাকি কৌতুক অভিনেতা? আমি উত্তর দিতাম, অ্যালান আর্কিন কোন ধরনের? তখন সবাই চুপ হয়ে যেতো। অ্যালান আর্কিন একজন চার্মিং, হাসিখুশি মানুষ ছিলেন, যার সঙ্গে থাকতে পারা নিখাদ আনন্দের।’

১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান আর্কিন। তার অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চনাটক দিয়ে। ১৯৬৩ সালে জোসেফ স্টেইনের ‘এন্টার লাফিং’ নাটকে ডেভিড কলোউইজ চরিত্রে প্রথম কাজ করেছিলেন তিনি। এই কাজের জন্য তিনি টনি অ্যাওয়ার্ড জিতেছিলেন।

ষাটের দশকেই অভিনয়ে সাফল্য পান অ্যালান আর্কিন। ‘দ্য রাশিয়ানস আর কামিং, দ্য রাশিয়ানস আর কামিং’, ‘ওয়েট আন্টিল ডার্ক’, ‘দ্য হার্ট ইজ আ লনলি হান্টার’, ‘পপি’ ইত্যাদি ছবিতে এই দশক মাতিয়ে রাখেন তিনি। পরবর্তীতে অ্যালানের অভিনয় প্রশংসিত হয়েছে ‘ক্যাচ-২২’, ‘দ্য ইন-ল’স’, ‘সানশাইন ক্লিনিং’, ‘আরগো’, ‘লিটল মিস সানশাইন’ ইত্যাদি সিনেমায়।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত