ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২৩, ২২ মার্চ ২০২১

আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না

কাজী হায়াৎ। ছবি- সংগৃহীত

ঢালিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা-প্রযোজক কাজী হায়াতের শারীরিক অবস্থার ভীষণ অবনতি হয়েছে। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুসফুস। এ কারণে গতকাল (২১ মার্চ) বিকাল থেকে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। কাজী হায়াৎ আইসিইউতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

তিনি জানান, কাজী হায়াতের শারীরিক অবস্থার জটিল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

কাজী মারুফ বলেন, ‘মায়ের শরীর উন্নতির দিকে থাকলেও বাবার অবস্থা ভালো নয়। করোনায় উনার ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বাবার অবস্থা একটু বেশি খারাপ হয়। অক্সিজেন ২০ লিটার লেগেছে। আগে এতটা লাগতো না।’

গত ৮ মার্চ কাজী হায়াৎ স্ত্রীসহ করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর বাসাতেই ছিলেন তারা। তবে অসুস্থতা বাড়ায় গত ১৫ মার্চ থেকে ৭৪ বছর বয়সী এই নির্মাতা হাসপাতালে ভর্তি করা হয়।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত