ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

আদমজীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি   বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩৬, ৯ জানুয়ারি ২০২১

আদমজীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কুংতন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শ্রমিকরা জানান, দুই মাসের বেতন না দিয়ে ২০২০ সালের ১০ আগস্ট দুইদিনের ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ করে দেয় কুনতং অ্যাপারেলস কর্তৃপক্ষ। সেই থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। এজন্য বৃহস্পতিবার থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অ্যাডিশনাল এসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পাইয়ে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা রাস্তা না ছেড়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত