ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫ | পৌষ ২১ ১৪৩১
ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

আবারো সভাপতি কবির, সাধারণ সম্পাদক পিয়াল

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:২১, ৩০ ডিসেম্বর ২০২৪

আবারো সভাপতি কবির, সাধারণ সম্পাদক পিয়াল

ছবি-সংগৃহীত

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল। শনিবার(২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টায় শেষ হয়। এতে ৯৩ জন সদস্যের মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশন জানান, এ নির্বাচনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট, সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার জেলা প্রতিনিধি ও ফতেহাবাদের নির্বাহী সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডিবিসি টেলিভিশন ও মানবজমিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট।

সহ সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস ৫২, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম দুলাল ৪৯ এবং জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে এখন টিভির জেলা প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক পদে দৈনিক এশিয়াবানীর জেলা প্রতিনিধি খন্দকার আলী আরশাদ কাজল এবং কার্যনির্বাহী সদস্য পদে সাপ্তাহিক বুদ্ধিযুদ্ধের প্রকাশক ও সম্পাদক এস এম জাহিদ, সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধি মানিক কুমার দাস, দৈনিক কুমারের প্রকাশক ও সম্পাদক এস এম রুবেল, দৈনিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল ও দৈনিক বৈশাখী নিউজের রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন, দপ্তর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ (ইন্ডিপেনডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু (খোলা কাগজ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত (ভোরের কাগজ), তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মোঃ মুইজ্জুর রহমান রবি (আজকের সারাদেশ) এবং ক্রীড়া সম্পাদক শ্রাবণ হাসান (আজকের পত্রিকা)। 

প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, সকাল থেকে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন শেষ হয়। নির্বাচন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাসানুজ্জামান হাসান ও মঞ্জুয়ারা স্বপ্না।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত