আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
প্রকাশিত: ১০:৩৩, ২১ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
এতদিন অনেকটা স্বাভাবিক থাকলেও আমদানি কমে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
শনিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম। তাই পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। দুই দিন আগেও ৩২ টাকার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই। সেখান থেকে আমরা বেশি দামে পেঁয়াজ কিনছি। বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের দাম বাড়ানোর সুযোগ নেই।
হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। আড়ৎগুলোতে কালই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি। আজ আবার দাম বেড়েছে, বিভ্রান্তিতে পড়ে যাই আমরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. বাবু হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।
হিলি কাস্টমসের তথ্যমতে, গেল কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও শুক্রবার মাত্র আট ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।
বঙ্গবাণীডটকম/এমএস
- সেরা ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
- আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
- ‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়
- ইভ্যালি নিয়ে গ্রাহকদের যে পরামর্শ দিলেন নতুন এমডি
- দাম কমলো এলপি গ্যাসের, জুন থেকে কার্যকর
- এক সপ্তাহের মাথায় কমল সোনার দাম
- স্বপ্ন` এখন রাজধানীর নিউ ইস্কাটনে
- আরেক দফা বাড়লো সোনার দাম
- রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
- রেকর্ড ভেঙে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ
- ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বাংলাদেশে রফতানি বন্ধ
- সোনার আদলে এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা
- যে কারণে তিতাসের পাইপ লাইনে লিকেজ