ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

আযান সম্পর্কে কটুক্তি`র প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০০, ১ এপ্রিল ২০২৪

আযান সম্পর্কে কটুক্তি`র প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আযান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

আযান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ফরিদপুরে সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার কর্তৃক ৩০-মার্চ  তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আযান সম্পর্কে কটুক্তি'র প্রতিবাদে ফরিদপুরের সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ‌ ওপরে কুশপুওলিকা পোড়ানো হয়।

আজ সোমবার সকাল দশটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় হতে প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন আউয়াল খান বাবু, আহমেদ উল্লাহ, হীরা খান ও ছাবিয়া বেগম সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার জনগন। 

অনুষ্ঠানে ‌বক্তারা সাংবাদিক প্রবীর শিকদার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের আযান নিয়ে কটূক্তি করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন- শতকরা ৯২ ভাগ মুসলিম জনসংখ্যার এই দেশে ধর্ম নিয়ে এই ধরনের অবমাননা সহ্য করা হবে না। ধর্মপ্রাণ মুসলিম জনগন শরীরে একবিন্দু রক্ত থাকতে তা মেনে নেবে না। তারা আগামী শুক্রবারের মধ্যে প্রবীর শিকদার কে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনলে কঠোর আন্দোলন সংগ্রামের হুশিয়ারী দেন। পরিশেষে  প্রবীর শিকদারের কুশপুত্তলিকা পোড়ানো ‌করা হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত