ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

আরটিভি মিউজিকে রনি রেজার কথায় রাব্বির ‘সুখের খোঁজ’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২০

আরটিভি মিউজিকে রনি রেজার কথায় রাব্বির ‘সুখের খোঁজ’

রনি রেজা ও রাব্বি। ছবি-সংগৃহীত

‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি দিয়ে বাজিমাত করেন সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাঁকে। এবার তিনি তরুণ গীতিকার রনি রেজার কথায় ‘সুখের খোঁজ’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সুর করছেন রেমো বিপ্লব। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভি মিউজিকে গানটি মুক্তি দেওয়া হবে। 

গানটি প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘গানটি পুরোপুরি ভিন্ন ধরনের। যেন সব মানুষের জীবনের কথা তুলে আনা হয়েছে এক গানে। যেকোনো শ্রেণির শ্রোতা এতে মুগ্ধ হবেন। আমি গানটি নিয়ে আশাবাদী।’

গীতিকার রনি রেজা বলেন, ‘একটু সুখের জন্য মানুষ যেন সবই করতে পারে। দিগ্বিদিক ছোটাছুটি করে সুখের সন্ধানে। ছুটতে ছুটতে ক্লান্তও হয়। কিন্তু তার ভেতর থাকা সুখই হয়তো ছুঁতে পারে না। সুখ আপেক্ষিক বিষয়। এ জন্য এত ছোটাছুটির কিছু নেই; এমন ভাবনা থেকেই গানটি লেখা। আশা করি, শ্রোতা গানটিতে নিজেকে খুঁজে পাবেন। মন দিয়ে শুনলে গানটি ভালো লাগবেই।’

সুরকার রেমো বিপ্লব বলেন, ‘গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। সেই ভালোলাগা থেকেই গানটিতে সুর দেওয়ার চেষ্টা করি। সেই সুরকে আরো জীবন্ত করেছে রাব্বি ভাইয়ের দরদি কণ্ঠ। আসলে সব মিলিয়ে একটা সেরা কাজ হয়েছে বলে আমি মনে করি। গানটিতে যুক্ত থাকতে পেরে আমি তৃপ্ত।’

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত