ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ইসলামী বক্তা আদনান চারদিন ধরে নিখোঁজ : নেটিজেনদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৩, ১৪ জুন ২০২১

ইসলামী বক্তা আদনান চারদিন ধরে নিখোঁজ : নেটিজেনদের উদ্বেগ

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ

গত চার দিন ধরে নিখোঁজ আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয়েছেন তিনি। এ সময় তার সাথে গাড়িচালকসহ আরও তিনজন সহকর্মী ছিলেন।

আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে শুক্রবার বিকেলেই পুলিশের শরণাপন্ন হলে রাজধানীর গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্ত্রী সাবেকুন নাহার। তবে রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করেছেন নিখোঁজ আদনানের মা।

এ বিষয়ে রোববার বিকেলে সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুক ওয়ালে লিখেন, ‘বাংলাদেশের গণমাধ্যম : তরুণ ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তার দু'জন সফরসঙ্গী এবং গাড়ি ও ড্রাইভারসহ নিখোঁজ হওয়া নিয়ে গত দুইদিন ধরে ফেসবুকে ব্যাপক আলোচনা হলেও মূল ধারার গণমাধ্যমে এ নিয়ে কোনো রিপোর্ট নেই। অথচ ২৫ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া কল্পনা চাকমার মৃত্যু বার্ষিকীতে গত দুই তিন দিন ধরে মূল ধারার গণমাধ্যমে অসংখ্য রিপোর্ট চোখে পড়ছে। একই সময়ে বা তার আগে-পরে পাহাড়ে আরো অনেক মানুষ নিখোঁজ হয়েছে। শুধুমাত্র বাঙালি হবার কারণে তাদের নিয়েও কোন রিপোর্ট মূল ধারার গণমাধ্যমে দেখা যায় না। এটাই বাংলাদেশের গণমাধ্যমের স্বরূপ!’

‘আবু ত্বহা মোহাম্মদ আদনান তিনি কোন ও মতাদর্শ বা কোন সংগঠনের এজেন্ডা হিসেবে কাজ করে না। তিনি শুধু বর্তমান পরিস্থিতির সাথে কোরআন-হাদিস দ্বারা শেষ জামানার মুসলিম উম্মাহকে কিভাবে হেফাজত করা যায় বা হেফাজতে রাখা যায় সে সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে আসছেন। তিনদিন ধরে সে নিখোঁজ, তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তার কোন খবর আমরা সাধারণ জনগণ গণমাধ্যমে পাচ্ছি না এবং পুলিশি তৎপরতা দেখছি না। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা কখনোই মেনে নিতে পারছিনা।’ - রফিক সুমনের মন্তব্য।

প্রশাসনের কাছে দ্রুত তাকে উদ্ধার করার আহ্বান জানিয়ে তাওহিদুল ইসলাম লিখেন, ‘এটা খুবই দুঃখজনক সংবাদ। উদারপন্থী তরুণ একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন। খুব সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করতেন। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো খুব দ্রুত তাকে উদ্ধার করুন।’

আমাতুল্লার প্রার্থনা, ‘এই হুজুরের বয়ানে দেশ বিরোধী বা সরকার বিরোধী কিছু শুনিনি। তবে কেন তাকে গুম করা হলো? যেখানেই থাকুক আল্লাহ যেন হেফাজত রাখেন, দোয়া রইল, ইনশাল্লাহ।’

মুক্তির দাবি জানিয়ে আল আমিন লিখেন, ‘আবু ত-হা আদনান একজন মধ্যপন্থার আলেম। তিনি কারো প্রতি হিংসা পোষণ করেন না। বৃহত্তর উম্মার কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনার আলোচনায় ইসলামের শত্রু ও তাদের চক্রান্ত দৃশ্যমান হয়ে গেছে। সম্ভবত এই কারণে তাকে গুম করা হয়েছে। আমরা আবু ত-হা আদনান ভাইয়ের মুক্তি চাই।’

উদ্বেগ প্রকাশ করে কাজী নুরুল আলম লিখেন, ‘ইসলামের পথে দ্বীনের পথে আগাতে চাইলেই এই দেশে তাদের নিয়ে চক্রান্ত শুরু হয়, হয়তো তারা জেল জরিমানায় হয়রানির স্বীকার বা গুম খুনে নিখোঁজ নতুবা দেশত্যাগে বাধ্য করা হয়।’

আশাবাদ ব্যক্ত করে হুমায়ন আহমেদ লিখেন, ‘উনার সন্ধান চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবিলম্বে উনাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফেরত দেবেন বলে আশা করছি...!’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে আসাদুজ্জামান নুর লিখেন, ‘দুঃখজনক। যদি অপরাধী হয়ে থাকেন, তবে দেশের আইন অনুযায়ী শাস্তি দেয়া হোক। কিন্তু এই 'গুম' সংস্কৃতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।’

নুর মুহাম্মদ লিখেন, ‘একজন সৃজনশীল তরুণ ইসলামিক বক্তাকে পেয়েছিলাম যে কিনা আমাদের ঘুণে ধরা সমাজের অরাজকতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, অন্ধকার থেকে আলোতে ধাবিত হওয়ার পাথেয় যুগিয়েছেন। সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়েছেন। উনার সাবলীল জ্ঞান ও প্রজ্ঞা সকল আলেমদের ছাপিয়ে গেছে।

আজ উনি বিপদাগ্রস্ত শকুনের হিংসাত্মক চোখ তার উপর পড়েছে। এই জমিনের উপরে আসমানের নিচে কেউ কি নেই এগিয়ে আসার মতো এই সত্যের পথের দিশারিকে সন্ধান করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট কায়মনোবাক্যে প্রার্থনা সকল ষড়যন্ত্রকারী, হিংসুক, জালেমদের হাত থেকে যেন উনাকে হেফাজত করেন। ইসলামের স্বার্থে উম্মাহের স্বার্থে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন।’

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত