ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
প্রকাশিত: ১০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি
মরক্কো থেকে ৩ লাখ ৬০ হাজার টন সার আমদানির জন্য প্রস্তাবে অনুমতি দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়াও কাফকোর থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা।
বুধবার জুম অ্যাপের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন টিএসপি সার আমাদিন করবে। ৪শ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৫৮৫ টাকায় মরক্কো থেকে এ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও অন্য একটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) ২ দশমিক ১০ লাখ টন ডিএপি সার ৬৯৫ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ৮১৫ টাকায় মরক্কো থেকে আমদানির অনুমোদন দেয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৮ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বেঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ক্রয় প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ ১২ হাজার ২২টা। এ টাকার মধ্যে বিভিন্ন দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা নেয়া হবে।
বঙ্গবাণী/এমএস
- সেরা ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
- আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
- ‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়
- ইভ্যালি নিয়ে গ্রাহকদের যে পরামর্শ দিলেন নতুন এমডি
- দাম কমলো এলপি গ্যাসের, জুন থেকে কার্যকর
- এক সপ্তাহের মাথায় কমল সোনার দাম
- স্বপ্ন` এখন রাজধানীর নিউ ইস্কাটনে
- আরেক দফা বাড়লো সোনার দাম
- রেকর্ড ভেঙে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ
- রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
- ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বাংলাদেশে রফতানি বন্ধ
- সোনার আদলে এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা
- যে কারণে তিতাসের পাইপ লাইনে লিকেজ