ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

করোনায় ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০

করোনায় ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু

ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী। ছবি: সংগৃহীত

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ মঙ্গলবার আনুমানিক দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পরিচালক ডা. মিলি দে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নির্মলেন্দু চৌধুরীর বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলায়। ২০১৮ সালের মার্চ মাসে তিনি ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-এর পরিচালক হিসেবে অবসর নেন।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছে, করোনায় এ পর্যন্ত ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৬৮ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭ জন।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত