ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯২

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:০৬, ৬ সেপ্টেম্বর ২০২০

করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯২

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৪৭৯ জন হয়েছে। নতুন করে আরো এক হাজার ৫৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২৫ হাজার ১৫৭ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২১ হাজার ২৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৩টি ল্যাবে ১১ হাজার ২২৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনা সহ ১১ হাজার ৩৫৪টি পরীক্ষা করা হয়। 

২৪ ঘণ্টায় নতুন ৩২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৫ ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ৫০৪ ও নারী ৯৭৫ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ১৭ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ২৯ জন ও বাড়িতে তিনজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৫ হাজার ১৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বঙ্গাবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত