কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীদের মানববন্ধন ও এক দফা
প্রকাশিত: ১৬:৫৭, ২৫ আগস্ট ২০২৪
কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীদের মানববন্ধন
কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ (রবিবার) সকাল আটটা থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরোশন (বিএডিসি) এর প্রধান কার্যালয় এর সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত কয়েকশত চাকরীপ্রার্থী অংশ নেন।
মানববন্ধনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত চাকরীপ্রার্থীরা তাদেরকে সংস্থায় স্থায়ীকরণের এক দফা দাবীতে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরোশন চেয়াম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের পর বিএডিসির চেয়াম্যান চাকুরী প্রার্থীদের সংস্থায় স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় কাজগপত্র দপ্তরে জমা দিতে বলেছেন বলে জানিয়েছেন চাকুরী প্রার্থীদের একজন মোঃ জাকির হোসেন।
অপর চাকুরী প্রার্থী আনোয়ার হোসেন বলেন, চেয়াম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। যত দ্রুত সম্ভব আমাদের স্থায়ীকরণের প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে স্যার আশ্বাস দিয়েছেন।
বিএডিসি’র সচিব ড. কে এম মামুন উজ্জামান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত চাকরীপ্রার্থীরা মানববন্ধন করেছেন ও স্মারকলিপি প্রদান করেছেন। তবে এ বিষয়ে অফিস কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই, এ বিষয়ে চেয়ারম্যান স্যার বলতে পারবেন।
এ বিষয়ে কথা বলতে বিএডিসির চেয়ারম্যান এর অফিসিয়াল মোবাইলে যোগাযোগ করা হলে তা রিসিফ হয়নি।
তবে নাম প্রকাশ না করার ইচ্ছা ব্যক্ত করে একজন সিনিয়র অফিসার জানান, চাকরীপ্রার্থীরা মানববন্ধন করেছেন ও চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বিষয়টি আফিস ইতিবাচক ভাবে দেখছেন। এখানে মামলার বিষয় রয়েছে । তাই বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষন করে অইনানুগ ভাবে অফিস সিদ্ধান্ত নেবেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- মহান বিজয় দিবস আজ
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন