ঢাকা, ১১ মে, ২০২৫ | বৈশাখ ২৭ ১৪৩২
ঢাকা, ১১ মে, ২০২৫       
Shruhid Tea

কেমিক্যাল বিহীন ফ্রেশ ও সুস্বাদু আম অনলাইনে!

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২১, ১০ জুন ২০২৩

কেমিক্যাল বিহীন ফ্রেশ ও সুস্বাদু আম অনলাইনে!

ফাইল ছবি

নওগাঁ, রাজশাহীর অন্যতম আম উৎপাদনের প্রতিষ্ঠান ভাই ভাই এগ্রো বিজনেস। ১৪০ বিঘার সুবিশাল বাগানে বিভিন্ন প্রজাতির আমের গাছের সমাহার নিয়েই ভাই ভাই এগ্রো বিজনেস। সকল প্রকার ক্ষতিকারক ও কেমিক্যাল বিহীন আম সরাসরি আপনার নিকটতম কুরিয়ার শাখা অফিসে, অফিসে পৌঁছে দেবে বা আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকে। 

ভাই ভাই এগ্রো বিজনেস ফ্রেশ ও সুস্বাদু আম সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে সিজনে হিমসাগর, ল্যাংড়া, ফজলি আম্রপালি, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো, বারি ৪, গৌড়মতি এবং কাটিমন (বারোমাসি) আম সারা বছরই ভাই ভাই এগ্রো বিজনেস ডেলিভারি দিয়ে থাকে। 

সুদৃশ্য, সুরক্ষিত প্যাকেটিং করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করা হয়। একজন গ্রাহক চাইলে ভাই ভাই এগ্রো বিজনেস`র ফেসবুক পেজ দেখে অর্ডার করতে পারবেন। নিম্নে ১০ কেজির অর্ডার দিতে হবে! 

শুধু সারা দেশে অগ্রিম পেমেন্টের ভিত্তিতে, প্রিবুকিং নেয়া হচ্ছে।  
সকল প্রকার যোগাযোগ : ভাই ভাই এগ্রো বিজনেস, নাচোল আড্ডা রোড, নওগাঁ, রাজশাহী। 
পেজ : www.http://facebook.com/bhaibhaiagrobusiness
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৭১১৯৮২৩১৩।

বঙ্গবাণীডটকম/এমএস

কৃষি বিভাগের সর্বাধিক পঠিত