ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১১ ১৪৩১
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

কোন কৌশলে এইচএসসি’র ‘গ্রেড মূল্যায়ন’?

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১১:২১, ১২ অক্টোবর ২০২০

কোন কৌশলে এইচএসসি’র ‘গ্রেড মূল্যায়ন’?

এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে চলতি সপ্তাহে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা অটোপাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ মূল্যায়ন কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট জন সদস্য থাকবেন। তবে এখনো বৈঠকের দিনক্ষণ ঠিক করা হয়নি।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেন, কীভাবে কোন কৌশলে ফল চূড়ান্ত করা হবে তা নিয়ে চলতি সপ্তাহে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। চলতি সপ্তাহেই বৈঠকে বসতে পারব বলে আশা করছি। সরকার অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে।

জানা গেছে, শিক্ষার্থীদের আগের দুই পাবলিক পরীক্ষার নম্বর মূল্যায়ন করে গ্রেড নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটির পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এইচএসসি পরীক্ষা না হওয়ায় একজন শিক্ষার্থীকে মূল্যায়নের ফাইনাল ধাপ হবে বিশ্ববিদ্যালয় ভর্তি। এক্ষেত্রেও পরামর্শক কমিটির সিদ্ধান্ত গুরুত্ব পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন। 

এর আগে ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার ঘোষণা দেন। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণের কথা জানান তিনি।

বঙ্গবাণী/এমএস

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত