ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

গাঁজা সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ, আহত - ৭

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২২

গাঁজা সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ, আহত - ৭

ছবি-সংগৃহীত

গাঁজা সেবনে বাধা দেয়ায় মুদি দোকানদারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। মুদি দোকানদার ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া গ্রামের সামচু মাতুব্বর।

জানা গেছে, পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামে বাড়ীর পাশে মুদি দোকান করেন ঐ গ্রামের সামচু মাতুব্বর। তার দোকানের পাশে বসে মাদক সেবন করে এলাকার কিছু বখাটে কিশোর। বার বার নিষেধ করলেও তা তোয়াক্কা করছে না কিশোররা। শুক্রবার রাতে আবারও মাদক সেবনের আসোর বসালে তাতে বাধা দেয় সামচু মাতুব্বর। এতে ক্ষীপ্ত হয়ে তার উপর হামলা করে মাদক সেবনকারীরা। তাকে বাচাঁতে এগিয়ে আসেন তার স্ত্রী, ছেলে, ছেলের বউ। এ সময় হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এ হামলা প্রতিহত করতে গেলে উভয়ের পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় উভয় পক্ষের মহিলা সহ কমপক্ষে ৭ ব্যক্তি আহত হয়। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সামচু মাতুব্বর, রিজিয়া বেগম, পলাশ ও মনোয়ারা বেগমের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সামচু মাতুব্বর বলেন, প্রতিদিন আমার দোকানের পিছনে গ্রামের কাঞ্চন শেখের ছেলে প্রান্ত শেখের নেতৃত্বে মাদক সেবনের আড্ডা বসায়। আমি বাধা দেওয়ায় আমার উপর হামলা চালায়। এসময় আমার স্ত্রী, ছেলে ও ছেলের বউকে মারপিট করে। 

কাঞ্চন শেখের ছেলে সাইদুল শেখ জানায়, আমার ছোট ভাই প্রান্তর সাথে সামচু মাতুব্বর ঝগড়া করছে। আমি খবর পেয়ে ওখানে গেলে ওরা আমাকে মারপিট করে।

থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত