ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

ঘোষণা দিলেও মুক্তি পাচ্ছেনা সিয়াম-পূজার ‘শান’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৩৯, ৬ জানুয়ারি ২০২২

ঘোষণা দিলেও মুক্তি পাচ্ছেনা সিয়াম-পূজার ‘শান’

ছবি-সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার একদিন না পেরুতেই স্থগিত করা হয়েছে সিয়াম ও পূজা অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘শান’। করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া ছাড়া এটি আপাতত মুক্তি পাবে না। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পূজা বলেন, ‘আসলে পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই। আমি অনেক দিন ধরেই ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছি। কাল রাতে (৪ জানুয়ারি) এত বড় অনুষ্ঠান করে আজই জানলাম, এটা স্থগিত করা হয়েছে।’

পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। 

এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ‘শান’ পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত