চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
প্রকাশিত: ১৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ছবি- বঙ্গবাণীডটকম
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়াত মোশাররফ হোসেন ভিপি মুসার ভাই শেখ আতাহার হোসেন(৬০)এর লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। বুধবার সকাল সারে ১১টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলি ডাঙ্গী নিজ বাড়ি হতে তার মৃত দেহ উদ্ধার করা হয়। আতাহার হোসেন মৃত শেখ হোসেন আলীর ছেলে।
স্থানীয় শেখ মোয়াজ্জেম হোসেন(৫৫)জানায়, প্রতিদিনের মতন ঐ বাড়ি সংলগ্ন তার শশ্য ক্ষেত দেখতে যান তিনি। সকাল সারে ১০টার দিকে আতাহারের ঘরের দরজা-জানাল বন্ধ ও বাহিরে লাইট জ্বলতে দেখেন। পরে তিনি অনেক ডাকাডাকি করে কোন সারা না পেয়ে জানালার টিন সরিয়ে খাটের উপর আতাহারকে পরে থাকতে দেখেন। পরে প্রতিবেশি রঞ্জিত ব্যাপারি নামে এক যুবককে বাশেঁর সাহায্যে দোতলা বিল্ডিংয়ের ছাদ দিয়ে ভেতরে পাঠান।
রঞ্জিত ঘরে ঢুকে নিচতলায় বিছানার উপর চাদরে ঢাকা অবস্থায় আতাহারের নিথর দেহ পরে থাকতে দেখেন। দরজা খুলে মোয়াজ্জে ভিতরে ঢুকে চাদর সরিয়ে আতাহারের দেহে আঘাতের চিহ্ন দেখেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীকে ঘটনাটি জানান।
নিহত আতাহারের স্ত্রী মোসা:শিপন জানান, তিনি গত কয়েকদিন ধরে এক ছেলে শিহাব ও মেয়ে জান্নাতুল তাসমিমকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে তার স্বামী হত্যার খবর পেয়ে বাড়িতে আসেন। তিনি আরও বলেন তার দেবর সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মুসা ২০১৯ সালের ২২ অক্টোবর মারা যাওয়ার পর তার স্বামী ঢাকার ব্যাবসা ছেড়ে বাড়িতে চলে আসেন এবং বাড়ির সামনে দোকান ঘর তুলে থাই এ্যালুমিনিয়ামের ব্যাবসা শুরু করেন। তিনি সুষ্ট তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার চান।
চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। জেলা থেকে ডিবি পুলিশ এসেছে, সিআইড ক্রাইম সিন সংগ্রহ করা শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ঘটনাস্থল পরিদর্ষন করেছেন। এ ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেছে এলাকাবাসি।
বঙ্গবাণীডটকম/এমএস/এএইস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি