ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ অক্টোবর ২০২০

চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: বঙ্গবাণী

ফরিদপুরের চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর ইউনিট। রবিবার সকাল ১০টার দিকে চরহরিরামপুর ও বিকেল ৩টার দিকে সদর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এ প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, ফরিদপুর রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, যুব প্রধান শাহীন শিকদার আপন, চরভদ্রাসন সরকারি কলেজ ইউনিটের বাসর ও মিরাজ প্রমুখ।

চর হরিরামপুর ইউনিয়নে ৫১০ ও চরভদ্রাসন ইউনিয়নে ৪৯০ পরিবারের মাঝে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিনি ও আধা কেজি সুজি দিয়ে তৈরি ফুড প্যাকেজের একটি করে মোট এক হাজার প্যাকেট বিতরণ করা হয়।

বঙ্গবাণী/এএইচ/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত