ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা সম্পন

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা সম্পন

‘ভিটামিন-এ’ খাওয়ান, শিশুর মৃত্যু ঝুকি কমান’ এ প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বৃহস্পতিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০খি. সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।

স্বাস্থ্য সহকারী মোঃ আসদুজ্জামান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান, ডাঃ রেজওয়ান আহাম্মেদ, ডাঃ আসিফ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তজা আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও সাংবাদিক আঃ ওহাব মোল্যা প্রমুখ।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত