ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে একজন নিহত

চাঁদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩৯, ১০ অক্টোবর ২০২০

চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে একজন নিহত

প্রতীকী ছবি

পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে চাঁদপুরে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম ইয়াসিন (১৮)। তিনি কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থক ইয়াসিন ও সাইদের আধিপত্য বিস্তার নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদ ক্ষুদ্ধ হয়ে ইয়াসিনের গলায় ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়েছেন তাঁরা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এদিকে বেলা ১১টার পর একই ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আহত ব্যক্তিরা হলেন কোড়ালিয়া এলাকার জুয়েল দেওয়ান (৫০), গুয়াখোলার শাহরিয়ার (২৫), ইব্রাহিম খলিল (২৬), টিলাবাড়ির তাজুল ইসলাম (২৬), সব্দার খান এলাকার জলিল মিয়াজি (৪০) ও ফরিদগঞ্জের মোমিন (৪৫)। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকাল নয়টায় চাঁদপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন এই ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। পৌরসভার ১৫টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত