ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ছাত্র-ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, আটক ১

পিরোজপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

ছাত্র-ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, আটক ১

চাঁদার দাবিতে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রী ও দশম শ্রেণির এক স্কুলছাত্রকে দিনভর আটক রেখে মারধর ও  অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও দাবিকৃত চাঁদা না দেয়ায় ওই কলেজছাত্রীকে যৌন হয়রানিসহ উভয়কে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করেছে স্থানীয় কিছু বখাটে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুরে।

তাদের চিৎকারে স্থানীয়রা আহত ওই ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় স্থানীয় এক প্রভাবশালী আহত দু’জনকে হাসপাতাল থেকে তার বাসায় নিয়ে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তির ব্যবস্থা করেছে। এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনার মূল আসামি মনিরকে আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী জানান, বুধবার সকালে ওই ছাত্রী নাজিরপুর উপজেলা সদরে প্রাইভেট পড়ে তার প্রতিবেশী ছোট ভাই দশম শ্রেণির এক ছাত্রকে সঙ্গে নিয়ে উপজেলার শাঁখারীকাঠি ইউপির হোগলাবুনিয়া গ্রামে দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হয়। সকাল ৯টার দিকে ওই ইউপির গোপেরখাল এলাকায় পৌঁছালে স্থানীয় মনির, অভিজিৎ, শফিক মল্লিক ও শুভ তাদের পথরোধ করে জোর করে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তারা তাদের দু’জনের মধ্যে কী সম্পর্ক জানতে চায়।

ওই ছাত্র তার প্রতিবেশী ছোট ভাই বলে জানালে তারা তাদের দু’জনকে মারধর করে এবং তাদের নিয়ে বাজে মন্তব্য করে। একপর্যায়ে জোর করে ওই ছাত্রছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করে। ওই বখাটেরা তাদের দু’জনকে দিনভর আটক রাখার পর তাদের অভিভাবকদের ফোন করে এক লাখ টাকা আনতে বলে। এতে রাজি না হওয়ায় তাদের ফের মারধর করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় জড়িত মূল আসামি মনিরকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত