ঢাকা, ০৫ মে, ২০২৫ | বৈশাখ ২২ ১৪৩২
ঢাকা, ০৫ মে, ২০২৫       
Shruhid Tea

জব্দের আগেই অ্যাকাউন্ট খালি, পরিবারসহ দেশ ছেড়েছে বেনজীর!

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৭, ৩০ মে ২০২৪

জব্দের আগেই অ্যাকাউন্ট খালি, পরিবারসহ দেশ ছেড়েছে বেনজীর!

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ- ফাইল ফটো

কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সম্প্রতি তার সব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনও (দুদক) তাকে ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠছে সেই বেনজীর আহমেদ আসলে কোথায়? 

গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজও মিলছে না। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে পরিবার নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন বেনজীর আহমেদ। 

এছাড়া জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন বেনজীর আহমেদ ও তার পরিবার। দুদকের তথ্যের ভিত্তিতে গত ২৩ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল, তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা, সে তথ্যও পাওয়া যায়নি। 

গত ২৬ মে আদালত বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্লাট জব্দের আদেশ দেন। গত ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, আদালতের আদেশের পর সংশ্লিষ্ট সরকারি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে যেন সম্পদ বিক্রি, হস্তান্তর ও ব্যাংক থেকে যেন অর্থ উত্তোলন করতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি অফিসে আদালতের আদেশের কপি পাঠানো হয়েছে।

এই পর্যায়ে বেনজীর ও তার পরিবারের সদস্যরা তাদের নামীয় সম্পদ বিক্রি, হস্তান্তর করতে গেলে সরকারের সংশ্লিষ্ট অফিসগুলো রেকর্ডভিত্তিক সম্পদ যাচাই করে আদালতের আদেশ পরিপালন করবে। তাতে জব্দ ও অবরুদ্ধ সম্পদ বেহাত হওয়ার কোনো ধরনের সুযোগ থাকবে না। 

দুদক গত ২২ এপ্রিল বেনজীর, তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত