ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

জায়েদ খানের সদস্যপদ স্থগিত

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:১৯, ২৬ অক্টোবর ২০২০

জায়েদ খানের সদস্যপদ স্থগিত

জায়েদ খান

চিত্রনায়ক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি এই সিদ্ধান নেয় বলে বঙ্গবাণীকে জানিয়েছেন প্রযোজক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, রোববার বিকেলেই জায়েদ খানকে প্রযোজক সমিতির পক্ষথেকে এই সক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, আপনার চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশের জাবব নিয়ে সমিতির কার্যনির্বাহী পরিষদের গত ৩-১০-২০ তারিখের ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর আপনার অপরাধ আড়াল করার জন্য সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে উপস্থিত সকলেই একমত পোষণ করেন। আপনার অপরাধের ধরণ ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কার্যনির্বাহী পরিষদ পরের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধাপরা অনুসারে আপনার সদস্যপদ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

মো. ইকবাল হোসেন বলেন, জায়েদ খান যদি সন্তোষজনক জবাব না দিতে পারেন তাহলে সমিতির আগামী সভায় তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে যদি সমিতি মনে করে তাহলে জায়েদ খানকে প্রযোজক সমিতি থেকে বহিস্কার করা হতে পারে।

এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। 

বঙ্গবাণী/এমএস 

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত