জেলা ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে মানববন্ধন
প্রকাশিত: ১৭:৪৭, ২৬ জানুয়ারি ২০২১
ছবি- বঙ্গবাণী
ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা নতুন কমিটির সভাপতি রিয়ানকে বিবাহিত এবং অপর ৩ জন জেলা আওয়ামীলীগের সভাপতির বাড়িতে হামলা মামলার আসামী দাবী করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি ফরিদপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেখানে সভাপতি করা হয় তামজিদুল রশীদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদকে। ওই কমিটি ঘোষনার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল ছাত্রলীগের একাংশ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন বিবাহিত ছাত্রলীগের পদ পদবীতে থাকতে পারবে না। এছাড়াও সন্ত্রাসী কর্মকান্ডের সাজে জড়িতরাও ছাত্রলীগের পদ পাবেন না বলে জন নেত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন। তাহলে কেন জেলা ছাত্রলীগের সভাপতি পদে এক জন বিবাহিত ও জেলা আওয়ামীলীগের সভাপতির বাড়িতে হামলা মামলায় জেলা খাটা সন্ত্রাসীদের গুরুত্বপূর্ন পদ দেয়া হলো।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মিথুন কর্মকার, রাবেয়া বৃষ্টি, নূর হোসেন মারুফ, আসিফ ইমতিয়াজ সজল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম প্লাবন প্রমুখ।
বক্তারা ঘোষিত জেলা কমিটি থেকে বিতর্কিত সকল নেতাদের অবিলম্বে বাদ দেয়ার দাবী জানান কেন্দ্রীয় ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে। একই সাথে বিতর্কিতদের বাদ না দেয়া পর্যন্ত সাধারণ ছাত্র ও ছাত্রলীগ কর্মীরা এই কমিটি মেনে নেবে না বলেও উল্লেখ করেন।
এদিকে নব নির্বাচিত সভাপতি তামজিদুল রশীদ রিয়ান জানান, তিনি বিবাহিত নন। রাজনীতিতে গ্রæপিং থাকে, ষড়যন্ত্রও থাকে, এসব তারই অংশ। তিনি দাবী করেন, একটি পক্ষ তার বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি