ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

দুই ট্রেনের সংঘর্ষ, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ 

ঝিনাইদাহ প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:২০, ২৭ অক্টোবর ২০২০

দুই ট্রেনের সংঘর্ষ, সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ 

ছবি-সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রেনদুটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

উক্ত স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দ হয়। ইঞ্জিনসহ ট্রেন দুটির তিনটি বগি লাইনচ্যুত হয়। 

তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এরইমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে। 

তিনি জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নিয়ে প্রাথমিক উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত