ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৩৪, ১২ অক্টোবর ২০২০

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া চূড়ান্ত অনুমোদন

ধর্ষণ মামলা ১৮০ দিনের মধ্যে শেষ করতে হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই মুহূর্তে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি এটিকে অধ্যাদেশ আকারে জারি করবেন। পরে আইনে পরিণত করা হবে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত