নতুন যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
প্রকাশিত: ১০:২৫, ১৮ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
দেশের আবহাওয়ায় বেশ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া পরবর্তী দুদিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস
- দেশের যেসব অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
- মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে বাড়ছে শীত
- দেশে যেসব এলাকায় হতে পারে বজ্রসহ শিলা বৃষ্টি
- শীত ও ঘূর্ণিঝড়, নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- হতে পারে ভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
- নতুন যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- বঙ্গোপসাগরে ‘সিত্রাং’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- তাপপ্রবাহ থাকবে আর কয়দিন, জানালো আবহাওয়া অফিস
- রাজধানীসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ফরিদপুরসহ ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- ফরিদপুরসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস
- ঘূর্ণিঝড় মোখা: ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা
- লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মোখায়