ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে ৪০ মুসল্লি আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১০:৩১, ৫ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে ৪০ মুসল্লি আহত

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মসজিদের এসি বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টায় মসজিদের ভেতরের একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই সময় মসজিদের ভেতরে থাকা ৩০-৪০ জন ছিলেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তাদের অনেকেই আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

ফায়ার বিগ্রেডের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, দেড় টনের ৬টি এসি ছিল। সবগুলো এক সঙ্গে বিস্ফোরিত হয়েছে। এসিতে ব্যবহৃত ফ্রেয়ন গ্যাসের অস্থিত্ব আমরা মসজিদের ভেতরে বাতাসে পেয়েছি। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত