ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

‘নিজের মধ্যে ভালো কিছু শেখার খিদে তৈরি করো’

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২৬, ২৯ জুলাই ২০২১

‘নিজের মধ্যে ভালো কিছু শেখার খিদে তৈরি করো’

আসসালামু আলাইকুম, স্নেহের প্রিয় ভাই, ভাতিজা ও সোনামণিরা, তোমরা সবাই আমার খুব পছন্দের ও আদরের। আমি তোমাদের সকলেরই মঙ্গল কামনা করি। আমি চাই তোমরা মানুষের মত মানুষ হও। নিজেকে পরিবার, সমাজ ও দেশের বোঝা নয়, সম্পদ হিসেবে তৈরি করো। 

শয়তান আজ তোমাদের ধোঁকা দিয়ে কুপথে ঠেলে দিচ্ছে, অথচ তোমরা কেউই এমন মা-বাবা ও পরিবারের সন্তান না। তাই তোমাদের এমন সবকিছু পরিহার করতে হবে, যা তোমাদের খারাপ পথে নিয়ে যায়। 

প্রিয় সোনামণিরা, তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই নিজেকে, নিজের পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে ও উন্নত করতে হলে নিজেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। সভ্যতার অগ্যযাত্রায় কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেটেরমত প্রযুক্তি আজ তোমাদের হাতে। এই প্রযুক্তির অপব্যবহার নয়, সঠিক ব্যবহার জেনে ও করে নিজেকে করতে হবে সমৃদ্ধ আর সমাজ ও দেশকে দিতে হবে তার সুফল।

হে প্রিয় তরুণেরা, প্রযুক্তির অপব্যবহার আজ তোমাদের অন্ধকারে নিয় যাচ্ছে। পাবজি, ফ্রী ফায়ার, টিকটিক ও লাইকির মত এ্যাপগুলো তোমাদের সাময়িক বিনোদন দিলেও এটা তোমাদের চোখের ও ব্রেনের বড় রকমের ক্ষতি করছে বলে চিকিৎসা ও মনোবিজ্ঞানীরা নিয়মিত ভাবে সতর্ক করছেন। এইসবের নেতিবাচক প্রভাবে অনেকেই নানা রকম অপরাধ সহ আত্মহত্যার মত ঘটনাও ঘটাচ্ছে। যা আমাদের কারোই কাম্য নয়। তাই প্রযুক্তির অপব্যবহার থেকে ফেরা তোমাদের জন্য শুধু দরকারই নয়, একান্তই অপরিহার্য। 

প্রযুক্তির অপব্যবহারের পরিবর্তে তোমরা এর সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করো। নিজের পাঠ্য বইয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর থেকে শুরু করে প্রায় সব রকমের প্রশ্নের উত্তর তুমি ইন্টারনেটে পাবে। নিজের মধ্যে ভালো কিছু শেখার খিদে তৈরি করো। যখন মন চায় তখনই শিখে নাও মজার কোন কিছু। চাইলে তুমি তোমার ওই বন্ধুদেরও সঙ্গে নিতে পারো, যারা তোমার পাবজি, ফ্রী ফায়ার বা অন্য খারাপ বিষয়ের সঙ্গী। এতে তারাও তোমার সঙ্গে আলোর পথে ফিরে আসবে। আর এটাই হবে তোমার সফলতা।

লেখক: সাংবাদিক ও সমাজ সেবক

বঙ্গবাণীডটকম/এমএস