ঢাকা, ০৪ মে, ২০২৫ | বৈশাখ ২১ ১৪৩২
ঢাকা, ০৪ মে, ২০২৫       
Shruhid Tea

পদ্মায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি    বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৫২, ১৮ অক্টোবর ২০২১

পদ্মায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

ছবি-সংগৃহীত

পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় কামাল হোসেন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কামাল রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলে কামাল হোসেনসহ আরো দুইজন পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে চর বয়ারমারী এলাকায় মাছ ধরা নৌকাসহ তিনজন ডুবে যান। এতে দুইজন সাঁতরে ঘাটে উঠলেও কামাল নিখোঁজ হন।

স্থানীয়দের ধারণা, কামাল নদীতে ডুবে গেছেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামারুল ইসলাম বলেন, পদ্মানদীতে জেলে নিখোঁজের বিষয়টি শুনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত