ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

প্রকাশ হলো স্থগিত এসএসসি পরীক্ষার সূচি

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ মে ২০২৩

প্রকাশ হলো স্থগিত এসএসসি পরীক্ষার সূচি

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। আগামী ২৭ মে (শনিবার) ও ২৮ মে (রোববার) অনুষ্ঠিত হবে ঐ পরীক্ষা।

এদিকে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে স্থগিত হওয়া সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে। 

এর আগে, ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত