প্রবাসীদের জীবনের গল্প নিয়ে চ্যানেল আইতে সাগরের ‘অবদান’
প্রকাশিত: ১৪:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২০
গত ঈদে , ‘বাবারা সব পারে ’র দারুন সাফল্যর পর আবারো পাপ্পু রাজের রচনায় গল্প প্রধান নাটকের অন্যতম গুনি নির্মাতা এস এম কামরুজ্জামান সাগর নির্মান করলেন জীবন বোধের টেলিভিশন কাহিনীচিত্র ‘অবাদন’।
পূবাইলের মনোরম পরিবেশে ধারণকৃত এই কাহিনীচিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।
‘অবাদন’ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কেননা তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকার ভাবে চিত্রনাট্য লিখেছে। এছাড়াও গুছানো একটি ইউনিটে কাজ করে, খুব ভাল লেগেছে আমার। নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে।
সাইকা আহমেদ বলেন, সাগর ভাইয়ের কাজ মানেই চমৎকার আবহে একটি অর্থ বহ মেসেজ দেয়া। যা তিনি খুব সুনিপুন ভাবে দিতে জানেন।
মিষ্টি জাহান বলেন, গল্পে আমি ফজলুর রহমান বাবু ভাইয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি করে, আমি খুব তৃপ্তি পেয়েছি। এটা সাগর ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী ।
শিবলী নওমান বলেন, এক কথায় আমার কাছে পুরো ব্যাপারটাই দারুন লেগেছে। গুনি মানুষদের সানিধ্যে কাজ করতে পারলে, অনেক কিছু শেখা যায়। যেমন গল্প, তেমনই দক্ষতার সাথে নির্মান হয়েছে বলে আমি মনে করি।
কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনমেন্ট'র কর্ণধার সাজু মুনতাসির। ‘অবাদন’ টেলিভিশন কাহিনীচিত্রটি আগামীকাল ২৫ সেপ্টেম্বর, দুপর ৩:০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে।
বঙ্গবাণী/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’