প্রাথমিক বিদ্যালয় খুলতে মানতে হবে যে শর্তগুলো
প্রকাশিত: ১৯:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২০
সরকারি প্রাথমিক বিদ্যালয় চালুর জন্য পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে শর্তগুলো মানতে হবে:
১. ক্লাসরুমসহ বিদ্যালয়ের পুরো আঙ্গিনা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুমুক্ত করা।
২. বিদ্যালয়ের সমস্ত আসবাবপত্র সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুমুক্ত করা।
৩. শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ইনফ্রারেড থার্মোমিটার স্থানীয়ভাবে ক্রয়।
৪. সাবান, ব্লিচিং পাউডার ইত্যাদি ক্রয়।
৫. ওয়াশব্লক ও টয়লেট সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
৬. মগ, জগ, বালতি ক্রয়।
৭. অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করে হাত ধোয়ার পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
৮. পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিকের যৌক্তিক সেবা ক্রয় (প্রযোজ্য ক্ষেত্রে)।
৯. কোভিড-১৯ মেয়াদকালে ইন্টারনেট ডাটা ক্রয় (এ খাতে বরাদ্দ না থাকলে)।
পরিপত্রে আরো বলা হয়, বিদ্যালয়ে বরাদ্দ স্লিপ ফান্ড থেকে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যে সামগ্রী/সেবা ক্রয়/সংগ্রহ করা যাবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকার আলোকে স্ব-স্ব বিদ্যালয় স্থানীয়ভাবে প্ল্যান গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। উপযুক্ত ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান অবশ্যই প্রতিপালন করতে হবে।
বঙ্গবাণী/এমএস
- শিক্ষার্থীদের জন্য ন্যূনতম মূল্যে টেলিটকের ইন্টারনেট
- বাউবি’র প্রো-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মাহবুবা নাসরীন
- আরেক দফা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- স্কুলে থাকছে না বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগের বিভাজন
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম জানালেন শিক্ষামন্ত্রী
- স্কুল খুললেও আর ফেরা হবেনা সাঈমের (ভিডিও)
- প্রকাশ হলো এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস
- এমসি কলেজের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
- পরীক্ষার প্রস্তুতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
- টাইমস ইউনির্ভাসিটি ভার্চুয়াল শিক্ষা সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা
- ‘হবে না এইচএসসি, মূল্যায়নের মাধ্যমে ফল’
- পরীক্ষা ছাড়াই নবম শ্রেণিতে উত্তীর্ণে যে নির্দেশনা
- ‘শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে কর্মসূচি ঠিক হচ্ছে’